-->

প্রজ্ঞাময় একটি তাৎক্ষণিক বিচার

[৪০ হিজরি, ২১শে রমযান । ইসলামের ইতিহাসের অন্যতম শোকাবহ দিন। এদিনে খুলাফায়ে রাশেদার ৪র্থ স্তম্ভ আমিরুল মুমিনীন হযরত আলি(রাঃ) ইন্তেকাল করেন। মহান সেই খলীফার জীবনের একটি ছোট্ট ঘটনা  নিয়ে এই লেখা।] 


জন লোক ( কিতাবে তাদের নাম নেই। কিন্তু বুঝার সুবিধার্থে, ধরা যাক, তাদের নাম হাবিল, কাবিল এবং শামিল ) একটি সমস্যা নিয়ে  হযরত আলি(রাঃ)- নিকট হাযির হল তাদের সমস্যাটি রূপঃ তারা একত্রে ব্যবসা শুরু করেছিল শুরুতে তাদের মধ্যে এমন একটি চুক্তি ছিল যে,  লাভ/ক্ষতির  / অংশ সর্বপ্রথমে পাবে/বহন করবে হাবিল ; বাকি অর্ধাংশের / অংশের অধিকারী প্রথমে হবে শামিল এবং সবশেষটুকুর মালিক হবে কাবিল এক্ষণে ব্যবসায় তাদের ১৭টি উট লাভ হয়েছে চুক্তি মোতাবেক কাজ করলে কিছু উটকে নহর(অর্থাৎ জবাহ) করতে হয়।  কিন্তু তারা কেহই উটগুলোকে নহর করতে আগ্রহী নয় সুতরাং উটগুলোকে নহর না করেই  তাদের মধ্যে এমনভাবে বণ্টন করে দেয়া হোক যেটা চুক্তির শর্তের নিকটতম হয়।                                                                                                       
প্রিয় পাঠক! হযরত আলি(রাঃ) কিভাবে বিচার করলেন উহা জানার আগে আমরা সমস্যাটি গভীরভাবে অনুধাবনে সচেষ্ট হই।