-->

হিজরত : সর্বকালের শ্রেষ্ঠতম প্রেম-উপাখ্যান

(প্রেমের জন্য মানুষ অনেক কুরবানি করে। তবে প্রেম বলতে আমাদের স্থূল দৃষ্টিতে যা ভেসে ওঠে, দৃষ্টিটাকে সম্প্রসারিত করে সেই সর্গে আমরা মা-বাবা-সন্তান, বন্ধু-বান্ধব, গুরু-শিষ্য ইত্যাদি বহুবিধ ভালোবাসাকে অন্তর্ভুক্ত করতে পারি। সাহাবীদের নবীপ্রেম ছিল তেমনি একটি বিষয়। তবে ওটা ছিল নজিরবিহীন !  আর ঐ বে-নজীর নবীপ্রেমের কারণে এই আসমান-যমীন সাক্ষী হয়ে আছে অনেক অচিন্তনীয় ঘটনার। ঐ সকল ঘটনাগুলোর মধ্যে যেটি শ্রেষ্ঠতম, সেটির কথা শুনাচ্ছি)




৬২২ খ্রিস্টাব্দ

মক্কা নগরী 

দিন যায়, রাত আসে দিনান্তের কর্মশেষে একে একে প্রায় সকলে ঘুমিয়ে পরে কিন্তু সুপ্তিমগ্ন বসুন্ধরার বুকে শত ক্লান্তি সত্ত্বেও সারাটি রাত সদা-সতর্ক জেগে থাকেন একজন শুধু জেগে নয় ! দুয়ারে পিঠ ঠেকিয়ে, কান খাড়া করে অপেক্ষা করেন !! গত কয়েকমাস ধরে প্রতিটি নিশি তিনি এভাবেই পার করছেন !!!    

কে তিনি ?