-->

ভবিষ্যৎ সম্পর্কীয় একটি মু’জিযা


এই কথাগুলো লিখছি ২০১৯ খ্রিষ্টাব্দ / ১৪২৬ বাংলা/ ১৪৪০ হিজরি সালের কোন এক সকালে এই মুহূর্তে কি কেউ বলতে পারবে ২০২৯ খ্রিষ্টাব্দ / ১৪৩৬ বাংলা/ ১৪৫০ হিজরি সালের বিশ্ব পরিস্থিতি কেমন থাকবে ? এক কথায় এর উত্তর না এবং এই না এর ব্যাপারে আস্তিক-নাস্তিক, জ্ঞানী-মূর্খ অর্থাৎ গোটা বিশ্বের সবাই একমত কেনএই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্বজাহানের একমাত্র রব মহান আল্লাহ্পাক, নিঃসন্দেহ আল্লাহ্ -- তাঁর কাছেই রয়েছে ঘড়িঘন্টার জ্ঞান, আর তিনি বর্ষণ করেন বৃষ্টি, আর তিনি জানেন কি আছে জরায়ুর ভেতরে আর কোনো সত্ত্বা জানে না কী সে অর্জন করবে আগামীকাল আর কোনো সত্ত্বা জানে না কোন দেশে সে মারা যাবে নিঃসন্দেহ আল্লাহ্ সর্বজ্ঞাতা, পূর্ণ-ওয়াকিফহাল” [সুরাহ লুকমান ; আয়াত নং ৩৩]



সর্বজ্ঞানী সেই মহান আল্লাহ্পাক মানবজাতির উপকারের জন্য ভবিষ্যতের কিছু কথা তার প্রিয় নবী-রাসুলদের মাধ্যমে আমাদিগকে জানিয়ে দিয়েছেন অতএব, ঐ কথাগুলো সম্পূর্ণ নির্ভুল সুতরাং মৃতকে জীবিত করা যেমন নবীর মুযিযা, ঠিক তেমনি নবীর এই ভবিষ্যৎ বানীগুলোও মুজিযা এই অগণিত মুজিযার ভাণ্ডার থেকে একটি এখানে উল্লেখ করছি